প্রয়াত কবি উত্পল কুমার বসু

থেমে গেল হাংরি জেনেরেশনের প্রখ্যাত কবি উত্পল কুমার বসুর কলম। কয়েক দিনের অসুস্থতার শেষে শনিবার দুপুরে জীবনাবসান হল মিতভাষ কবির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ১৬:২২
Share:

থেমে গেল হাংরি জেনেরেশনের প্রখ্যাত কবি উত্পল কুমার বসুর কলম। কয়েক দিনের অসুস্থতার শেষে শনিবার দুপুরে জীবনাবসান হল মিতভাষ কবির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

Advertisement

পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন উত্পলবাবু। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন তিনি। সেখানেই এ দিন দুপর ২টো ২০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কবির।

১৯৩৯ সালে ভবানীপুরে জন্ম উত্পল বাবুর। ৫০’র দশকে যাত্রা শুরু কবি উত্পল কুমার বসুর। ’৫৬ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ চৈত্রে রচিত কবিতা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কাব্যশৈলী, অভিব্যক্তি এবং কবিতার কাঠামোর হাত ধরে অচিরেই জায়গা করে নেন পাঠক মনে। ২০১৪ সালে পান সাহিত্য অকাদেমি পুরস্কার। ২০০৬ সালে তাঁর কাব্যগ্রন্থ সুখ-দুঃখের সাথীর জন্য জেতেন আনন্দ পুরস্কার। পুরী সিরিজ, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, সলমা জরির কাজ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement