প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ। তাঁর ১০৭তম জন্মবার্ষিকীতে, বিধান ভবনে। —নিজস্ব চিত্র।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে উঠে এল পড়শি বাংলাদেশের পরিস্থিতির কথা। বাংলাদেশে ছাত্রদের প্রতিবাদ এবং শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে মঙ্গলবারই ছিল ইন্দিরার জন্মদিন প্রথম পালিত হল মঙ্গলবার। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে ইন্দিরা সংক্রান্ত আলোচনার আয়োজন করা হয়েছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ। তাঁর ১০৭তম জন্মবার্ষিকীতে, বিধান ভবনে। —নিজস্ব চিত্র।
প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত আয়োজিত সেই আসরে বিশিষ্ট জনেদের তরফে অংশগ্রহণ করেছিলেন চিকিৎসক কুণাল সরকার, লেখিকা তিলোত্তমা মজুমদার, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য প্রমুখ। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য-সহ দলের অন্য নেতারাও। আলোচনায় নানা জনের বক্তব্যেই উঠে এসেছে বাংলাদেশের মুক্তি যুদ্ধে ইন্দিরার অবদান এবং বর্তমান বাংলাদেশে ভারত-বিদ্বেষ ও শেখ মুজিবর রহমানের প্রতি আজকের বাংলাদেশের মনোভাবের প্রসঙ্গ। বিধান ভবনে এ দিন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে শ্রদ্ধা জানিয়ে ইন্দিরা-জমানায় দেশে রাজন্য ভাতা বিলোপ, সবুজ বিপ্লব, ব্যাঙ্ক জাতীয়করণ-সহ নানা বিষয় স্মরণ করা হয়েছে। তার আগে কলকাতার ইন্দিরা মূর্তির নীচে আইএনটিইউসি এবং তাদের সেবা দলের অনুষ্ঠানেও ছিলেন প্রদেশ সভাপতি।