Park circus

Mamata Banerjee: পার্ক সার্কাস ময়দানে তাঁবু ফেলার অনুমতি চেয়ে চিঠি

পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফেরানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল একটি সার্কাস সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ০৬:৩৭
Share:

পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফেরানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল একটি সার্কাস সংস্থা।

করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অনেক কিছুই। স্কুল-কলেজ খোলার পাশাপাশি বিনোদনের নানা মাধ্যমও খুলতে শুরু করেছে। সিনেমা হল থেকে শুরু করে পানশালা— সবই খুলেছে করোনা-বিধি মেনে। এ বার তাই পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফেরানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল একটি সার্কাস সংস্থা। তাদের আবেদন, এই পেশার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কথা ভেবে পার্ক সার্কাস ময়দানে সার্কাস বসানোর অনুমতি দেওয়া হোক।

Advertisement

প্রতি বারই শীতে পার্ক সার্কাস ময়দানে সার্কাস বসে। ব্যতিক্রম ঘটেছিল গত বার। করোনার কারণে প্রশাসন ওই ময়দানে সার্কাস বসানোর অনুমতি মেলেনি। কলকাতা ট্র্যাফিক পুলিশও সেই অনুমতি দেয়নি। একটি সার্কাস সংস্থার কর্ণধার রবিউল হক বললেন, “শহরের অন্য দুই জায়গা, সিঁথির মোড় বা টালা পার্কে সার্কাস বসে ঠিকই। কিন্তু ওই দুই মাঠের সঙ্গে পার্ক সার্কাস ময়দানের তুলনা চলে না। ওখানে সার্কাস বসলে শুধু সার্কাসকর্মীরাই নন, ছোট ছোট দোকানি বা ফেরিওয়ালারাও উপার্জনের একটা রাস্তা খুঁজে পান। গত বার করোনার জন্য বহু সাকার্স কোম্পানি তাঁবু ফেলতে পারেনি। এ বার করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটাই। তাই পার্ক সার্কাসের ময়দানে সার্কাস ফিরলে বহু মানুষ উপকৃত হবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement