Body Massage

Massages: পার্লারে নারীর হাতে পুরুষের শরীর ‘মাসাজ’ আর নয়, করা যাবে না উল্টোটাও, জারি নির্দেশ

নির্দেশিকা জারি করল অসমের গুয়াহাটি পুরসভা।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ০২:২০
Share:

অনেক পার্লারেই পুরুষের শরীর দলাইমলাই করেন মহিলারা।

অনেক পার্লারেই পুরুষের শরীর দলাইমলাই করেন মহিলারা। কোনও কোনও জায়গায় উল্টোটাও হয়। অর্থাৎ নারী শরীর ‘মাসাজ’ করেন পুরুষ পার্লারকর্মী। আর এ সবের নামে কোথাও কোথাও বন্ধ দরজার পিছনে পাতা হয় দেহ ব্যবসার ফাঁদও। স্পা-পার্লার-স্যালোঁতে এমন সব কার্যকলাপের একাধিক অভিযোগ আসতেই এ বার কড়া নির্দেশিকা জারি করল অসমের গুয়াহাটি পুরসভা।

ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, ওই সব জায়গায় আর মহিলাদের দিয়ে দলাইমলাই করাতে পারবেন না পুরুষেরা। মহিলারাও পারবেন না পুরুষদের দিয়ে ‘মাসাজ’ করাতে। শুধু তাই নয়, ওই সব স্পা-পার্লার-স্যালোঁর দরজাও স্বচ্ছ হতে হবে। অর্থাৎ, ভিতরে কী চলছে, তা যেন বাইরে থেকে পরিষ্কার দেখা যায়।

Advertisement

গত ১৩ নভেম্বর এই নির্দেশিকা জারি করেছে পুরসভা। তাতে বলা হয়, নাগরিক সমাজের পছন্দ ও অপছন্দের বিষয়টি মাথায় রেখেই স্পা-পার্লার-স্যাঁলোর জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।

কী নির্দেশ দেওয়া হয়েছে—
• স্পা-পার্লার-স্যাঁলোর ভিতর মাসাজের জন্য আলাদা কোনও ঘর রাখা যাবে না।
• মূল দরজা স্বচ্ছ হতে হবে।
• স্পা বা সমলিঙ্গের পার্লারে প্রশিক্ষিত থেরাপিস্ট নিয়োগ করতে হবে।
• বিপরীত লিঙ্গের কেউ কারও মাসাজ করতে পারবেন না।
• স্টিম বাথের ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ গ্রাহককে পরিষেবা দিতে পারবেন না।
• স্পা বা পার্লারে যাঁরা আসছেন, তাঁদের নাম ও ফোন নম্বর নিয়ম মেনে নথিভুক্ত করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement