Puja

পুজোয় প্রবীণদের বিনোদনে পেন ড্রাইভ

রবীন্দ্রনাথ-নজরুলের শরৎকালের গান যেমন থাকছে, তেমনই থাকছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠও। এ বছর পুজোর এক মাস আগেই রেডিয়োয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান হয়ে গেলেও পুজোর সময়ে বীরেন্দ্রকৃষ্ণের গলায় ‘আশ্বিনের শারদপ্রাতে’ শোনা যাবে ওই পেন ড্রাইভ চালালেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০২:২৬
Share:

ফাইল চিত্র।

প্রতি বছর পুজোর দিনগুলিতে কলকাতা পুলিশের ‘প্রণাম’-এর সদস্য প্রবীণ-প্রবীণাদের নিয়ে পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়। এ বছর কোভিডের কারণে সেই পরিকল্পনা বাতিল করেছে লালবাজার। তবে ঘরে বসেই পুজোর আমেজ যাতে উপভোগ করতে পারেন প্রবীণেরা, এ বার সেই ব্যবস্থা করছে পঞ্চসায়র থানা। বয়স্কদের ঘরে উৎসবকে পৌঁছে দিতে এলাকার প্রায় ২০০ জন প্রবীণের বাড়িতে বিশেষ পেন ড্রাইভ পাঠাবে ওই থানা। সিনেমায় পুজো থেকে পুজোর গান বা মহালয়ার স্তোত্রপাঠ— সবই থাকবে তাতে।

Advertisement

পঞ্চসায়র থানার ওসি তুষারকান্তি ঘোষ বলছেন, ‘‘আমাদের থানা এলাকার অধিকাংশ প্রবীণেরাই বাড়িতে একা থাকেন। তাঁদের ছেলেমেয়েরা অন্য শহরে বা বিদেশে থাকায় তাঁরা আরও বিপন্ন বোধ করেন। তাই তাঁদের মুখে হাসি ফোটাতে চতুর্থী থেকে ওই পেন ড্রাইভ প্রণাম-এর সদস্যদের হাতে দেওয়া হবে।’’ কী থাকছে ওই পেন ড্রাইভে? রবীন্দ্রনাথ-নজরুলের শরৎকালের গান যেমন থাকছে, তেমনই থাকছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠও। এ বছর পুজোর এক মাস আগেই রেডিয়োয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান হয়ে গেলেও পুজোর সময়ে বীরেন্দ্রকৃষ্ণের গলায় ‘আশ্বিনের শারদপ্রাতে’ শোনা যাবে ওই পেন ড্রাইভ চালালেই। বাংলা সিনেমার বেশ কিছু পুজোর মুহূর্তও ধরা থাকবে তাতে। সত্যজিৎ রায়ের ‘দেবী’, ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’, ‘অন্তরমহল’, ‘হিরের আংটি’, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’— এই সব সিনেমায় দেখানো পুজোর সেই আমেজকেই ঘরে ঘরে পৌঁছে দেবে পেন ড্রাইভ।পঞ্চসায়র থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লালবাজারের এক কর্তা বলেন, ‘‘মহানগরের প্রবীণেরা করোনার কারণে আতঙ্কিত। তাই ওঁদের কথা মাথায় রেখে পঞ্চসায়র থানার এই উদ্যোগ প্রশংসনীয়। এমন উদ্যোগ সব থানারই মডেল হওয়া দরকার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement