হাসপাতালের কাছে প্রভিডেন্ট ফান্ড দফতরের বকেয়া বেশ কয়েক লক্ষ টাকা। কিন্তু সেই টাকা জমা দিলে পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। এমনই দাবিতে আজ, মঙ্গলবার থেকে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল কর্তৃপক্ষ নতুন রোগী ভর্তি বন্ধ করে দিচ্ছেন। তবে এখন যাঁরা ভর্তি আছেন বা যাঁদের অস্ত্রোপচারের ডেট ঠিক হয়ে গিয়েছে, তাঁদের পরিষেবা দেওয়া হবে।
হাসপাতালের কর্ণধার দেবকুমার শরাফ বলেন, ‘‘পিএফ-এর টাকা জমা দিতে দেরি হতে পারে। এখন ৯ লক্ষ দিতে হবে। সে ক্ষেত্রে হাসপাতাল চালানো সম্ভব নয়।’’ শরাফের অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগ অস্বীকার করে পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য জানান, কিস্তিতে টাকা দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া করেননি ওঁরা। তাই ব্যাঙ্ককে বলা হয়েছে টাকা আটকে রাখতে।’’