বরাতের টাকা তুলতেই ছলে-বলে জরিমানা?

বাবুলাল আরও জানান, পার্কিংয়ের ঠিকার টেন্ডারে তিনি ছাড়া আর কেউ অংশ নেননি। ফলে তাঁর প্রচুর টাকা লোকসান হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৯ ০০:৩৬
Share:

ছবি সংগৃহীত।

কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ের ঠিকা বাবদ প্রতি মাসে বিমানবন্দর কর্তৃপক্ষকে দিতে হচ্ছে ১ কোটি ৪৭ লক্ষ টাকা! এ ছাড়াও প্রায় ১৫০ জন কর্মীর বেতন মিলিয়ে মাসে ২ কোটি টাকার বেশি খরচ। অভিযোগ, ওই খরচ তুলতেই পার্কিংয়ের ঠিকাদার বাবুলাল যাদব টার্মিনালের সামনে দাঁড়ানো যে কোনও গাড়িকে নির্বিচারে জরিমানা করছেন। বৃহস্পতিবার সে ভাবেই মায়ানমার দূতাবাসের একটি গাড়িকে জরিমানা করতে গিয়ে গ্রেফতার হন বাবুলাল। ওই গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয়েছিল। অবশ্য ওই দিনই ছাড়া পান তিনি।

Advertisement

শুক্রবার বাবুলাল জানান, দিনে সাড়ে তিন হাজার গাড়ি পার্কিংয়ের টাকাই তাঁর ভরসা। পার্কিং-লট ছাড়া যাত্রী ওঠানামা করাতে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার গাড়ি বিমানবন্দরে ঢোকে। খানিক ক্ষণ দাঁড়ায়ও। বাবুলালের কথায়, ‘‘বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যখন চুক্তি হয়, তখন ওই গাড়িগুলিকেও গোনার কথা ছিল। আমাদের তো টাকাটা তুলতে হবে!’’ তবে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলছেন, ‘‘ভিআইপি গাড়ির থেকে ফি নেওয়া যাবে না।’’

বাবুলাল আরও জানান, পার্কিংয়ের ঠিকার টেন্ডারে তিনি ছাড়া আর কেউ অংশ নেননি। ফলে তাঁর প্রচুর টাকা লোকসান হয়েছে। সূত্রের খবর, বর্তমানে তিন মাসের জন্য পার্কিংয়ের এই ঠিকা দিচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সেই মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হবে। তাই এখন লোকসানে চললেও পাঁচ বছরের জন্য ঠিকার বরাত পাকা করার অপেক্ষায় রয়েছেন বাবুলাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement