প্রাণ নাশের হুমকি চিত্র পরিচালককে, গ্রেফতার ১

সোমবার রাতে বিধাননগরের ইএ ব্লকের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০১:৪৮
Share:

প্রতীকী ছবি।

নতুন নাগরিকত্ব আইন নিয়ে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে প্রাণ নাশের হুমকির অভিযোগ করলেন অন্য এক জন। রনি সেন নামে এক চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক ওই অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিজিৎ দাশগুপ্ত নামে এক জনকে গ্রেফতার করা হয়েছেয়।

Advertisement

সোমবার রাতে বিধাননগরের ইএ ব্লকের ঘটনা। রনির অভিযোগ, ফেসবুকে নতুন নাগরিকত্ব আইন নিয়ে তাঁর একটি পোস্ট দেখে ইএ ব্লকের একটি আবাসনের বাসিন্দা অভিজিৎ দাশগুপ্ত তাঁকে ফোন করে গালিগালাজ করেন। পোস্টটি প্রত্যাহার করতে বলেন। রনির দাবি, সোমবার রাতে ইএ ব্লকে ওই ব্যক্তির সঙ্গে তিনি কথা বলতে যান। সেই সময়ে অভিজিৎ একটি ধারালো অস্ত্র নিয়ে রনিকে আক্রমণ করেন। রনি বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় অভিজিৎ পাল্টা দাবি করে বলেন, ‘‘রনিই লোকজন নিয়ে এসেছিল। আমি আত্মরক্ষার জন্য ছুরি নিয়ে নেমেছিলাম। হামলা চালাইনি।’’ রাতে অভিজিৎ গ্রেফতার হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement