Kolkata Airport

কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ৪ রাউন্ড গুলি, গ্রেফতার ১

কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার হতেই তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৩
Share:

কলকাতা বিমানবন্দর। ফাইল ছবি।

এক্স-রে মেশিনের পর্দায় হঠাৎ চোখ আটকে গেল বিমানবন্দর রক্ষীদের। হ্যান্ডব্যাগের ভিতর গোটা চারেক গুলি! আবারও এক্স-রে হল বার দুয়েক। সন্দেহের অবকাশ রইল না। সেগুলি বন্দুকের গুলিই!

Advertisement

কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার হতেই তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম মহম্মদ গালিব। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এক মহিলার সঙ্গে এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাচ্ছিলেন। বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময় গুলি উদ্ধার হয়েছে। ওই যাত্রীকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) আটক করে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেয়। পরে যাত্রীকে গ্রেফতার করে এনএসসিবিআই থানা।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ধৃতের অপরাধের ইতিহাস রয়েছে। কেন বন্দুকের গুলি নিয়ে তিনি বিমানে উঠতে যাচ্ছিলেন, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement