Woman

না-বলে বেরিয়ে পথ হারালেন নবতিপর

শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিজনেরা খুঁজে পেলেন উল্টোডাঙার দাসপাড়ার প্রমীলা দাসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০৪:২২
Share:

প্রতীকী ছবি।

টানা চার মাস ঘরবন্দি তিনি। বাড়ির সকলকে অনুরোধ করেছিলেন, তাঁকে এক বার বাইরে ঘুরিয়ে আনতে। এই পরিস্থিতিতে ৯০ বছরের বৃদ্ধাকে কেউ বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি নেননি। তাই মঙ্গলবার ভোরে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু পথ ভুলে শ্যামবাজারে পড়ে রইলেন ১২ ঘণ্টা! শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিজনেরা খুঁজে পেলেন উল্টোডাঙার দাসপাড়ার প্রমীলা দাসকে।

Advertisement

প্রমীলাদেবীর নাতি কলেজ পড়ুয়া শুভজিৎ দাস বলেন, “ঠাকুমা আগে সকালে হাঁটতে যেত। লকডাউনের পর থেকে বেরোতে দেওয়া হয়নি। টানা ঘরবন্দি থেকে বিরক্ত হয়ে পড়েছিল। সবাইকে বলত, ঘুরতে নিয়ে চল।” শুভজিৎ জানান, মঙ্গলবার ভোরে তাঁরা দেখেন, সদর দরজা খোলা। প্রমীলাদেবী নেই। খোঁজ শুরু হয়। শেষে সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার ছবি ছড়িয়ে দেওয়া হয়।

এ দিকে, ভোরে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূরে এসে রাস্তা গুলিয়ে ফেলেন নবতিপর বৃদ্ধা। এক সময়ে ক্লান্ত হয়ে শ্যামবাজারের ফুটপাতে শুয়ে পড়েন। মুখে মাস্ক ও মাথায় গামছা দেখে দীর্ঘক্ষণ কেউ কাছে আসেননি। শেষে লোকজন দেখে তিনি সাহায্য চান। জানান, তিনি করোনা আক্রান্ত নন। তার পরেই তাঁকে চা-বিস্কুট খেতে দেওয়া হয়। দুপুরের দিকে সোশ্যাল মিডিয়া মারফত স্থানীয় কয়েক জন প্রমীলাদেবীর নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। এর পরেই শুভজিৎদের ফোন করেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: পড়ে মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement