বেপরোয়া বাইক, মৃত্যু প্রৌঢ়ার

এ দিনের ঘটনার পরে পুলিশ অবশ্য নিয়মমাফিক জানিয়েছে, দুই অভিযুক্তের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। যদিও হেলমেট ছাড়া শহরের পথে বেপরোয়া বাইক চালানোর সাহস হয় কী করে, সেই প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:৪২
Share:

—প্রতীকী ছবি।

শহর জুড়ে চলছে উৎসবের মরসুম। পুলিশ দাবি করছে, হেলমেটহীন মোটরবাইক চালকদের ধরতে রয়েছে কড়া নজরদারি। কিন্তু তার পরেও চালকদের একাংশ যে অবাধে নিয়ম ভাঙছেন, শুক্রবার তার সাক্ষী রইল ফুলবাগানের সিআইটি রোড। বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় বাইকচালক ও আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফরদিন এবং আদনান হক। আজ, শনিবার তাঁদের আদালতে তোলার কথা। ধৃতদের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে অভিযোগ।

Advertisement

এ দিনের ঘটনার পরে পুলিশ অবশ্য নিয়মমাফিক জানিয়েছে, দুই অভিযুক্তের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। যদিও হেলমেট ছাড়া শহরের পথে বেপরোয়া বাইক চালানোর সাহস হয় কী করে, সেই প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানায়, বিকেল ৪টে নাগাদ সিআইটি রোডে লীলা নাঙ্গালিয়া (৬০) নামে এক পথচারীকে ধাক্কা মারে মোটরবাইকটি। ঘটনার অভিঘাতে ফুটপাতে ছিটকে পড়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন লীলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফুলবাগান থানার আধিকারিকেরা। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা লীলাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মাথায় চোট ছিল ওই মহিলার। চিকিৎসকদের অনুমান, ফুটপাতের উপরে পড়ার পরে ভারী কিছুতে লীলার মাথায় আঘাত লেগে থাকতে পারে।

Advertisement

ঘটনাস্থল থেকেই পুলিশ প্রথমে আটক করে ফরদিন ও আদনানকে। বাইকটিকেও হেফাজতে নেওয়া হয়েছে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা এন্টালির বাসিন্দা। মৃতার বাড়ি সিআইটি রোডে। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement