Boubazar

বউবাজারে ভর সন্ধ্যায় গলা কেটে খুন বৃদ্ধ ব্যবসায়ীকে, কারণ খুঁজছে পুলিশ

দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল বলে দাবি পরিবারের সদস্যদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২০:৪০
Share:

খুনের পর তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র

গলা কেটে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বউবাজারে। ভারী বস্তু দিয়ে মাথায় আঘাতের পর বছর পঁচাত্তরের বৃদ্ধকে গলা কেটে খুন করা হয়। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে রয়েছেন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। পৌঁছেছেন হোমিসাইড বিভাগের অফিসারেরাও।

Advertisement

লুটের উদ্দেশ্যে খুন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বউবাজর থানা এলাকায় ফিয়ার্স লেনে। ব্যবসায়ী আয়ুব ফিদা আলি আঘা (৭৫) বহুতলের তৃতীয় তলায় থাকতেন। ছেলে বিয়ের পর অন্যত্র চলে যান। মেয়ে বাবার সঙ্গে থাকেন। এ দিন কাজে বেরিয়ে ছিলেন।

প্রতিদিন বিকেলে পুত্রবধূ চা দিতে আসতেন আয়ুবকে। তিনি পুলিশের কাছে দাবি করেছেন, এ দিন যখন চা দিতে এসেছিলেন, তখন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আয়ুব। লন্ডভন্ড ঘর। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। হোমিসাইড বিভাগের অফিসারেরা নমুনা সংগ্রহ করছেন। ব্যস্ত এলাকায় ভর সন্ধ্যায় খুনে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

আরও পড়ুন: শতাব্দীকে নিয়ে অভিষেকের অফিসে কুণাল, সাংসদের মান ভাঙাতে বৈঠক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement