Old house

বাগবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির বারান্দা, ১২ জনকে গ্রিল কেটে উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগবাজার থানার পুলিশ। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

, নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ০০:১৩
Share:

নিজস্ব চিত্র।

বাগবাজার স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির বারান্দার একাংশ। আটকে পড়েন ১২ জন বাসিন্দা। পরে তাঁদের গ্রিল কেটে উদ্ধার করেন দমকল কর্মীরা।

Advertisement

বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ১৭বি বাগবাজার স্ট্রিটের পুরনো ওই তিনতলা বাড়ির বারান্দাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগবাজার থানার পুলিশ। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভেঙে পড়া অংশ সরিয়ে গ্রিল কেটে ১২ জনকে উদ্ধার করা হয়।

বাড়ির একাংশ ভেঙে বাসিন্দাদের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার প্রতিনিধিরাও। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement