Corona

Coronavirus in West Bengal: সংক্রমণ রুখতে বৃহস্পতিবার থেকে সপ্তাহে ১ দিন করে দোকান-বাজার বন্ধের নির্দেশ হাওড়ায়

হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই সালকিয়া, লিলুয়া, ঘুসুড়ি, বেলুড় এবং সাঁকরাইল এলাকায় ৩ দিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ২২:৫৩
Share:

—নিজস্ব চিত্র।

করোনা রুখতে এ বার সপ্তাহে এক দিন দোকান-বাজার বন্ধের নির্দেশ দিল হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য এই নির্দেশ কার্যকরী হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার পুরসভা ও স্বাস্থ্য দফতরের সঙ্গে পুলিশ আধিকারিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার প্রতিটি থানাকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাওড়া পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী তথা অরূপ রায়।

Advertisement

হাওড়া পুরসভা সূত্রে খবর, রবিবার চ্যাটার্জিহাট, বেলুড়, সোমবার নিশ্চিন্দা, শিবপুর, সাঁকরাইল, মঙ্গলবার হাওড়া, সাঁতরাগাছি, বুধবার গোলাবাড়ি, জগাছা, বৃহস্পতিবার বালি, দাশনগর, ডোমজুড়, শুক্রবার মালিপাচঘড়া, এজেসি বসু রোড বি গার্ডেন, শনিবার ব্যাঁটরা এবং লিলুয়া থানা এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ রাখতে হবে। ব্যবসায়ীরা এই নির্দেশ অমান্য করলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ তেমন ভাবে না কমায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই হাওড়ার সালকিয়া, লিলুয়া, ঘুসুড়ি, বেলুড় এবং সাঁকরাইল এলাকায় ৩ দিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে কারণেই এ পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Advertisement

পুরসভার দাবি, ট্রেড লাইসেন্স করানোর সময় সপ্তাহে ১ দিন দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হলেও অনেকেই তা মানেন না।এ বার থেকে সে ব্যাপারেও কড়া পদক্ষেপ করবে পুরসভা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement