নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রোর ট্রায়াল।—নিজস্ব চিত্র।
অপেক্ষার অবসান ঘটিয়ে মেট্রোর চাকা গড়াল দক্ষিণেশ্বর পর্যন্ত। বুথবার সকালে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন রুটে মেট্রোর ট্রায়াল শুরু হল। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকেই পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে মেট্রো সূত্রে জানা যাচ্ছে। তার আগে নিরাপত্তা-সহ অন্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
এ দিন সকালে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)-র তত্ত্বাবধানে, মেট্রোর অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষামূলক ভাবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচলের সূচনা হয়। নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বর, দুই স্টেশনে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন সিআরএস। মেট্রোর লাইন কতটা নিরাপদ, পরিষেবা চালু করতে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে। তা-ও খতিয়ে দেখেন তিনি।
রেলওয়ে কমিশনের ছাড়পত্র মিললে যানজটের ঝক্কিকে পাশ কাটিয়ে খুব দ্রুত কলকাতা থেকে দক্ষিণেশ্বরে পৌঁছনো সম্ভব হবে। নর্থ-সাউথ মেট্রোর এই সম্প্রসারণে নতুন দিগন্ত খুলে যাবে বলে আশাবাদী রাজ্য। এর ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ছুটবে। ফলে অল্প সময়ের মধ্যেই তিলোত্তমার প্রাণকেন্দ্র থেকে দক্ষিণেশ্বর পৌঁছতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: সায়ন্তনের পর অগ্নিমিত্রাকেও শো-কজ, কড়া বার্তা বিজেপি-র
আরও পড়ুন: কলকাতা ১৩.৫, দার্জিলিং ৪.৪, রাজ্যে ডিসেম্বর জুড়ে চলবে শীতের দাপট
ঢের আগেই যদিও এই মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক হয়েছিল কালীপুজোতেই নর্থ-সাউথ মেট্রো পরিষেবার শুভ সূচনা হবে। যে কারণে লকডাউনের মধ্যেও দ্রুত গতিতে লাইন পাতা, স্টেশন সাজানোর কাজ এগিয়েছে। কিন্তু আমদানি সংক্রান্ত বিধি-নিষেধের গেরোয় সিগন্যালিং ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম সময় মতো জার্মানি থেকে এসে পৌঁছয়নি। তাতেই আগের পরিকল্পনা ভেস্তে যায় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
সম্প্রতি ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম (টিপিডব্লিউএস)-এর সেই সরঞ্জাম বসানো শেষ হয়েছে। বাকি প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে যেতেই ট্রায়াল শুরু হল।