NIA

NIA: এনআইএ-র হেফাজতে বিস্ফোরণে অভিযুক্ত

পুলিশ জানিয়েছে, গত ২৭ জানুয়ারি ওই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় তিন জনের। স্থানীয় পুলিশ ওই ঘটনার পরেই রওশনকে গ্রেফতার করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২২ ০৬:২৩
Share:

প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনার নৈহাটি থানা এলাকার হালিশহরে গঙ্গার ঘাটে বিস্ফোরণের ঘটনায় ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল এনআইএ। ধৃতের নাম রওশন জায়সওয়াল। তাকে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ গ্রেফতার করেছিল। ক’দিন ধরে সে জেল হেফাজতে ছিল। তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বিচার ভবনের বিশেষ আদালতে আবেদন করে এনআইএ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিন এনআইএ-র হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২৭ জানুয়ারি ওই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় তিন জনের। স্থানীয় পুলিশ ওই ঘটনার পরেই রওশনকে গ্রেফতার করেছিল। পরে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ওই সংস্থার তরফে কলকাতার এসপি-কে তদন্তকারি অফিসার হিসেবে নিয়োগ করে তদন্ত শুরু করা হয়।

এনআইএ জানিয়েছে, প্রাথমিক ভাবে তাদের অনুমান, মাটির নীচে পুঁতে রাখা বিস্ফোরক থেকেই সে দিন বিস্ফোরণ হয়েছিল। ওই বিস্ফোরক কারা রেখেছিল, তা জানার চেষ্টা হচ্ছে। মূলত সেই কারণেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement