প্রতীকী ছবি।
করোনা পরিস্থিতিতে বাড়িতে বসেই যাতে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে গৃহস্থালি পরিষেবা সরবরাহকারীদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়, সেই জন্য তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এবং ফোন নম্বর-সহ একটি অ্যাপ তৈরি করলেন নিউ টাউনের বাসিন্দারা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ওই অ্যাপটি চালু করেছে নিউ টাউনের বাসিন্দাদের একটি সংগঠন। যার নামকরণ হয়েছে ‘এনটিআরডব্লিউএফ’।
ওই সংগঠন সূত্রের খবর, ফোনে অ্যাপটি ডাউনলোড করলে সেখানেই বিভিন্ন জিনিসের দোকান, ওষুধের দোকান-সহ একাধিক পরিষেবা সরবরাহকারীদের সম্পর্কে তথ্য এবং যোগাযোগের নম্বর পাওয়া যাবে। ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আরও একাধিক পরিষেবা সংক্রান্ত তথ্য এই অ্যাপের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। মূলত নিউ টাউনের বাসিন্দাদের জন্য এই অ্যাপ তৈরি করা হলেও যে কেউই এটি ব্যবহার করতে পারবেন। সংগঠন সূত্রের খবর, ইতিমধ্যেই পাঁচশো জনের বেশি মানুষ অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে ফেলেছেন।
ওই সংগঠনের অন্যতম দুই কর্মকর্তা লুৎফুল আলম ও রুদ্রাশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন। সেই সব সমস্যা মোকাবিলায় প্রযুক্তি একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাই সেই প্রযুক্তিকেই হাতিয়ার করে সংগঠনের এক সদস্য জয় দাস এই অ্যাপটি তৈরি করেছেন। এটি ব্যবহারে আগ্রহ দেখিয়ে ভাল সাড়াও মিলেছে। ওই অ্যাপে ওষুধের দোকানের মতো প্রয়োজনীয় নম্বরের পাশাপাশি, খাবার জল থেকে গৃহস্থালি কাজের জন্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগের নম্বরও থাকছে। রয়েছে আইনজীবী, পুরোহিত এমনকি ম্যারেজ রেজিস্ট্রারের নম্বরও। এ ছাড়া নিউ টাউনের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে নির্দিষ্ট তথ্যও এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
ভবিষ্যতে এই অ্যাপে আরও কী কী বিষয় অন্তর্ভুক্তির প্রয়োজন, তা বিশ্লেষণ করে আরও কিছু পরিকল্পনা কার্যকর করার ইচ্ছা রয়েছে ওই সংগঠনের।