প্রতীকী ছবি।
অনুশীলন করার সময় মৃত্যু হল জাতীয় পর্যায়ের বক্সার জ্যোতি প্রধানের(২২)। ভবানীপুর বক্সিং ক্লাবে অনুশীলন করতেন খিদিরপুরের বাসিন্দা জ্যোতি। যোগেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।
ভবানীপুরের ওই ক্লাবের সভাপতি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ক্লাব সূত্রে খবর, বুধবার বিকেলে বক্সিং রিঙে অনুশীলন করছিলেন জ্যোতি। পাঞ্চিং ব্যাগ নিয়ে অনুশীলন করার সময় হাঠাত্ই বসে পড়েন। তার পরই অচৈতন্য হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে ক্লাবের সদস্যরা ছুটে আসেন। তাঁর চোখেমুখে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। জ্ঞান না ফেরায় জ্যোতিকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ও ভবানীপুরের এই ক্লাবের সঙ্গে জড়িত। তিনি জানান, এ রকম একটা ঘটনা ঘটেছে। প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে ওই সময় ঠিক কী হয়েছিল। এমন একটা দুঃসংবাদ পেয়েই ক্লাবে যান শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্র।
আরও পড়ুন: ‘মাদক খাইয়ে গাড়ির মধ্যে আমাকে ধর্ষণ করে, ছবি তুলে রাখে আদিত্য
পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন: ‘জাভেদের নাম করে ভয় দেখালে, ফিরহাদ হাকিমের নাম করুন’