Victoria Memorial

শহরে আরও নতুন সংগ্রহশালা

রাঘবেন্দ্র জানান, দেশের বিভিন্ন সংগ্রহশালাকে এ ভাবেই সাজিয়ে তোলা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ০২:২৩
Share:

ভিক্টোরিয়ার রয়্যাল গ্যালারি। নিজস্ব চিত্র

নব কলেবরে আত্মপ্রকাশ করছে ১৮৭ বছরের পুরনো অট্টালিকা। তার ভিতরে পটচিত্র থেকে সমসাময়িক সমাজ, বাংলার শিল্পের ইতিহাস ঠাঁই পেয়েছে। আজ, শনিবার বি বা দী বাগের ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের ভিতরে সেই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কেন্দ্রীয় সরকারি সংস্থা ডেভেলপমেন্ট অব মিউজ়িয়াম অ্যান্ড কালচারাল স্পেসের সিইও রাঘবেন্দ্র সিংহ জানান, ১৮৩৩ সালে তৈরি কারেন্সি বিল্ডিং ছাড়াও জাতীয় গ্রন্থাগারের বেলভেডিয়ার হাউস, মেটকাফ হল এবং ভিক্টোরিয়ার নতুন গ্যালারিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Advertisement

রাঘবেন্দ্র জানান, দেশের বিভিন্ন সংগ্রহশালাকে এ ভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। সেগুলি নাগরিকেরা সামাজিক কাজে ব্যবহারের সুযোগ পাবেন। বেহালায় কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অনুদানপ্রাপ্ত গুরুসদয় দত্ত সংগ্রহশালার বেহাল দশা নিয়েও প্রশ্নে তিনি জানান, ওই সংগ্রহশালাকে পুনরুজ্জীবিত করা কার্যত অসম্ভব। তবে সেখানকার বিভিন্ন জিনিস ভারতীয় যাদুঘরে নিয়ে আসার পরিকল্পনা সরকারের রয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এ দিন এসপিজি, কলকাতা পুলিশ জলপথে যাতায়াতের নিরাপত্তা খতিয়ে দেখেছে। প্রধানমন্ত্রীর কনভয় যাতায়াতের মহড়াও দেওয়া হয়েছে। প্রতিটি অনুষ্ঠানস্থলের নিরাপত্তার খুঁটিনাটিও পরিদর্শন করেছে তারা। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে বিভিন্ন মোড়ে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement