—প্রতীকী ছবি।
ঘটনার পরে কেটে গিয়েছে দেড় দিন। কিন্তু পুলিশি নিরাপত্তা এড়িয়ে মেট্রো রেলের সুড়ঙ্গে কী ভাবে এক জন ঢুকে পড়লেন, সেই রহস্যের জট কাটল না বৃহস্পতিবার রাত পর্যন্ত। জানা গেল না ওই ব্যক্তির পরিচয়ও। উল্লেখ্য, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রোর চালক প্রথম ডাউন লাইনের ধারে এক জনের দেহ পড়ে থাকতে দেখে কন্ট্রোল রুমে সে কথা জানান। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় দেহ উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার পরে মেট্রোর পক্ষ থেকে সে দিন এবং বৃহস্পতিবার সিসি ক্যামেরার সূত্র ধরে খোঁজ চালানো হলেও কোনও সিদ্ধান্তে এসে পৌঁছতে পারেননি আধিকারিকেরা।
টালিগঞ্জ মেট্রোর দিকে সুড়ঙ্গের খোলা মুখ দিয়ে কাউকে নামতে দেখার ছবি সিসি ক্যামেরায় না মেলায় বিষয়টি আরও জটিল হয়েছে। মেট্রোর পক্ষ থেকে ঘটনার সবিস্তার তদন্ত রিপোর্ট পুলিশকে দেওয়ার কথা থাকলেও এ দিন সন্ধ্যা পর্যন্ত ওই কাজে তেমন কোনও অগ্রগতি করতে পারেননি আধিকারিকেরা। মৃত ব্যক্তির দেহের ছবি এ দিন সকালে পাঠানো হয় মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে যুক্ত একাধিক ঠিকাদার সংস্থার কাছে। তাঁরা খোঁজখবর শুরু করলেও কেউই ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি বলে সূত্রের খবর। দেহটি শনাক্ত না হওয়ায় এ দিনও ওই ব্যক্তির দেহের ময়না তদন্ত করা যায়নি বলে পুলিশ সূত্রের খবর। তাঁর পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।