খাদ্যে ভেজাল রুখতে শহর জুড়ে সচেতনতা কর্মসূচি নিচ্ছে পুরসভা। ৮ জুন ক্রেতা সুরক্ষা মন্ত্রী ও মেয়র ওই প্রচার শুরু করবেন। তাতে কাজ না হলে পরে পাকড়াও অভিযান হবে। মঙ্গলবার পুর প্রশাসনের সঙ্গে ক্রেতা সুরক্ষা দফতরের বৈঠকে সিদ্ধান্ত হয়, বড় হোটেল থেকে ছোট দোকানে নিয়মিত অভিযান হবে। বৈঠকে ছিলেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ, ক্রেতা সুরক্ষা দফতরের অধিকর্তা শেখর রায়-সহ দুই দফতরের কর্তারা।