Bidhangar Municipal Board

বিধাননগর পুর বোর্ডের বৈঠক হয়নি পাঁচ মাস, চিঠি পুরপ্রতিনিধির

চলতি মাসেই পুরসভার সংশোধিত বাজেট পেশ হওয়ার কথা। কবে বোর্ডের বৈঠক ডাকা হবে, তা নিয়ে অন্ধকারে পুরপ্রতিনিধিরাও।

Advertisement

প্রবাল গঙ্গোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৮
Share:

বিধাননগর পুরসভা। —ফাইল চিত্র।

কখনও ভেস্তে গিয়েছে। কখনও স্থগিত হয়েছে। কখনও মুলতুবি করে দেওয়া হয়েছে।

Advertisement

বছর শেষ হতে চলল। অথচ, গত জুলাইয়ের পর থেকে পুর বোর্ডের একটিও পূর্ণাঙ্গ বৈঠক হয়নি বিধাননগর পুরসভায়। চলতি মাসেই পুরসভার সংশোধিত বাজেট পেশ হওয়ার কথা। কবে বোর্ডের বৈঠক ডাকা হবে, তা নিয়ে অন্ধকারে পুরপ্রতিনিধিরাও। এক পুরপ্রতিনিধি বোর্ডের বৈঠক ডাকতে চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে চিঠিও দিয়েছেন।

পুরপ্রতিনিধিদের অনেকেই জানাচ্ছেন, বোর্ডের বৈঠক না হওয়ায় তার প্রভাব পড়ছে পুর পরিষেবার কাজে। তাঁরা জানান, মেয়র পরিষদের বৈঠকে কোনও পরিকল্পনা গ্রহণ করা হলে বোর্ডের বৈঠকে তা অনুমোদন করাতে হয়। তা ছাড়া, কোনও বিষয়ে পুরপ্রতিনিধিদেরও সিদ্ধান্ত নিতে হলে বোর্ডের বৈঠকে তা পেশ করতে হয়। কিন্তু, গত জুলাইয়ের পর থেকেই পূর্ণাঙ্গ বোর্ডের বৈঠক হয়নি। উল্লেখ্য, এক বার পুর চেয়ারম্যান সব্যসাচী দত্তও অনিয়মিত বোর্ডের বৈঠক নিয়ে পুর কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন।

Advertisement

বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি প্রসেনজিৎ নাগ জানান, বোর্ডের বৈঠক কবে ডাকা হবে, তা জানতে চেয়ে তিনি মেয়র কৃষ্ণা ও চেয়ারম্যান সব্যসাচীকে চিঠি দিয়েছেন। তবে, কোনও তরফ থেকেই স্পষ্ট উত্তর পাননি বলে তাঁর দাবি। প্রসেনজিৎ বলেন, ‘‘গত জুলাইয়ে পূর্ণাঙ্গ বৈঠক হয়েছিল। তার পর থেকে একটি বৈঠক স্থগিত এবং দু’টি বৈঠক মুলতুবি হয়ে গিয়েছে। পুর পরিষেবা সংক্রান্ত কাজ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পরে চেয়ারম্যান সব্যসাচীর কিছু মন্তব্য ঘিরে সেপ্টেম্বর থেকে বিতর্ক শুরু হয়েছিল বিধাননগর পুরসভায়। তার পরে বোর্ডের বৈঠকে সব্যসাচীর বিরুদ্ধে মন্ত্রগুপ্তির শপথ ভঙ্গের অভিযোগ আনেন প্রসেনজিৎ। সেই বিতর্ককে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে কখনও বোর্ডের বৈঠক ভেস্তে গিয়েছে, কখনও মুলতুবি হয়ে গিয়েছে। দু’পক্ষের মধ্যে গোলমাল মেটাতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হস্তক্ষেপ করলেও সব্যসাচীর বিরোধীরা তাতে গুরুত্ব দিতে চাননি। যে কারণে গত নভেম্বরের শেষ বৈঠক সব্যসাচী নিজেই মুলতুবি করে দেন।

সূত্রের খবর, বোর্ডের বৈঠক ডাকা নিয়ে সম্প্রতি প্রসেনজিৎ ও সব্যসাচীর মধ্যে ওয়টস্যাপে কথা কাটাকাটি হয়েছে। যদিও তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি দু’জনের কেউই। মেয়র কৃষ্ণা বলেন, ‘‘বোর্ডের বৈঠক পুরসভা পরিচালনার আবশ্যিক অঙ্গ। লোকজন বাইরে রয়েছেন। তাই একটু দেরি হচ্ছে। দ্রুত বোর্ডের বৈঠক ডাকা হবে।’’ তবে, পুরপ্রতিনিধির চিঠির প্রসঙ্গে কৃষ্ণা কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement