Dengue

এক সপ্তাহে রাজ্যে আরও বাড়ল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, উত্তর ২৪ পরগনাতেই ছাড়াল হাজারের গণ্ডি

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত সপ্তাহের তুলনায় ডেঙ্গি আক্রান্তের হার ২ শতাংশ কমেছে। যদিও দুর্গাপুজোর সময় এত জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনাকে যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:০১
Share:

বাড়ছে ডেঙ্গি। ফাইল ছবি।

এক সপ্তাহের মধ্যে আরও বেড়ে গেল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এ সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মোট ৪,৭৪৪ জন। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ৪,২২৪ জন। যদিও বুধবারের চেয়ে কমেছে দৈনিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

Advertisement

স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় মোট ৬৩৫ জন ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যা বুধবার ছিল ৯১২ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। শুধু উত্তর ২৪ পরগনা জেলাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭০৪ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি আছেন। তুলনামূলক ভাবে সংক্রমণের হার বেশি উত্তর ২৪ পরগনায়। গত এক সপ্তাহে ১,০১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। হাওড়ায় ৫৫৯ জন। হুগলিতে আক্রান্ত হয়েছেন ৬৮৭ জন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং দার্জিলিঙে সংক্রমণের হার বেশি। এক সপ্তাহে যথাক্রমে ৩১৪ এবং ৩১২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে জলপাইগুড়িকে আক্রান্তের সংখ্যা ২০০-এর মধ্যে সীমাবদ্ধ ছিল।

Advertisement

তবে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত সপ্তাহের তুলনায় ডেঙ্গি আক্রান্তের হার ২ শতাংশ কমেছে। যদিও দুর্গাপুজোর সময় এত জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনাকে যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement