ফাঁকা বাড়ি থেকে চুরি টাকা, গয়না

এক সপ্তাহেরও বেশি বাড়ি ছিলেন না মোমিনপুরের বাসিন্দা, প্রৌঢ় ভাই-বোন। শনিবার বেঙ্গালুরুতে এক আত্মীয়ের ফোনে জানতে পারেন, তাঁদের ফ্ল্যাটের দরজা ভেঙে চুরি গিয়েছে লক্ষাধিক টাকা-সহ কয়েক ভরি গয়না। এর পরেই রবিবার তড়িঘড়ি কলকাতা ফিরে আসেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:২৫
Share:

এক সপ্তাহেরও বেশি বাড়ি ছিলেন না মোমিনপুরের বাসিন্দা, প্রৌঢ় ভাই-বোন। শনিবার বেঙ্গালুরুতে এক আত্মীয়ের ফোনে জানতে পারেন, তাঁদের ফ্ল্যাটের দরজা ভেঙে চুরি গিয়েছে লক্ষাধিক টাকা-সহ কয়েক ভরি গয়না। এর পরেই রবিবার তড়িঘড়ি কলকাতা ফিরে আসেন তাঁরা।

Advertisement

পুলিশ জানায়, একবালপুরের বাসিন্দা মহম্মদ ইসলামের স্ত্রী প্রয়াত হয়েছেন। নিঃসন্তান ইসলাম থাকেন মোমিনপুরে তাঁর বোন নুরজাহানের সঙ্গে। ওই ফ্ল্যাটের বাকি তিনটি তলায় ভাড়াটেরা থাকেন। ইসলাম জানান, এক সপ্তাহ পরে বেঙ্গালুরু থেকে কলকাতা ফেরার কথা ছিল তাঁদের।

পুলিশ জানায়, মোমিনপুরে ইসলামদের ফ্ল্যাটের কাছাকাছি থাকেন তাঁর ভাগ্নে মহম্মদ নিজাম। শনিবার ওই ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় নিজাম দেখেন, ফ্ল্যাটে পিছন দিয়ে ঢোকার কোল্যাপসিব্‌ল গেটে তালা দেওয়া নেই। ইসলাম ও নুরজাহান ফিরে এসেছেন ভেবে গেট খুলে বাড়ির দরজা খুলতেই চমকে উঠেন নিজাম। তাঁর কথায়, ‘‘দরজা ঠেলতেই দেখি, ভিতরে সব লণ্ডভণ্ড।’’ ইসলাম রবিবার বলেন, ‘‘এই ধরনের চুরি প্রথম ঘটল।’’ তিনি জানান, বাড়িতে লক্ষাধিক টাকা-সহ কয়েক ভরি গয়না ছিল। এক পুলিশ কর্তা জানান, ‘‘তদন্ত চলছে। কেউ গ্রেফতার হয়নি।’’

Advertisement

অন্য দিকে, রবিবার গৌরীবাড়ির এক আবাসনের ফ্ল্যাটে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফ্ল্যাটের মালিক ভূষণ কারিয়া কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। এ দিন তাঁর স্ত্রী কস্তুরী দুই সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন, আলমারি ভাঙা। সব লণ্ডভণ্ড। রাতেই পুলিশে অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement