সেলিম বলেন, ‘‘দলনেত্রী বলেছিলেন বিরোধীশূন্য করতে। এখন তৃণমূল তৃণমূলকে শূন্য করছে।’’ এই ঘটনার কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, ‘‘রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম জিতেছে। বগটুই গ্রামের তৃণমূলকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল ভোট লুঠ করতে। তার পরও সেখানে সিপিএম জিতেছে। তারই প্রতিশোধ নিতেই বগটুই গ্রামে হামলা হয়েছে।’’
সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র
তৃণমূল খুন করেছে তৃণমূলকে। এর কারণ রামপুরহাট পুরসভায় ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম-এর জয়। বগটুই গ্রামে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় এমনই প্রতিক্রিয়া জানালেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, ‘‘দলনেত্রী বলেছিলেন বিরোধীশূন্য করতে। এখন তৃণমূল তৃণমূলকে শূন্য করছে।’’ এই ঘটনার কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, ‘‘রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম জিতেছে। বগটুই গ্রামের তৃণমূলকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল ভোট লুঠ করতে। তার পরও সেখানে সিপিএম জিতেছে। তারই প্রতিশোধ নিতেই বগটুই গ্রামে হামলা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘ভোটের আগে থেকেই অস্ত্র মজুত করা হয়েছিলে গ্রামে। পুলিশের উচিত বগটুই গ্রামে না গিয়ে বনহাট গ্রামে ঘিরে ফেলুক। তল্লাশি চালাক।’’ সেলিমের অভিযোগ, ‘‘বাংলায় প্রতিদিন খুন হচ্ছে। অপরাধীদের নিরাপদ জায়গা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।’’
রামপুরহাটের ঘটনায় নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি মনসা সেন এক বিবৃতিতে বলেন, ‘‘আইন শৃঙ্খলা রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। রাজ্যে অরাজকতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকারও দাবি করেছেন তিনি।