সে দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল নিখোঁজ বাম কর্মী দীপককুমার পাঁজার গতিবিধি। বামেদের নবান্ন অভিযান শেষ হওয়ার পরেও মধ্য কলকাতায় তাঁকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। এর পর তাঁর আর কোনও খোঁজ মেলেনি।
মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর পর, দীপককুমার পাঁজা নিখোঁজের ঘটনা সামনে আসতে হইচই পড়ে যায় বাম শিবিরে। তাঁর সঙ্গেও ‘মইদুলের মতো’ কোনও ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সরব হয় বামেরা। অবশেষে সিসি ক্যামেরার ফুটেজে মিলল তাঁর ‘সন্ধান’। যদিও শেষ পর্যন্ত দীপক কোথায় গেলেন, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইতিমধ্যে ‘নিখোঁজ’ অভিযোগ দায়ের হয়েছে নিউ মার্কেট থানায়। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার আরও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ডোরিনা ক্রসিংয়ে বামেদের অভিযান শেষ হওয়ার পরেও দীপককে দেখা গিয়েছে। সেই সূত্র ধরে তাঁর খোঁজে তল্লাশি চলছে।