বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য (ছবিতে বাম দিকে)। —ফাইল চিত্র।
শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, হৃদ্যন্ত্রে থাকা পেসমেকারের ব্যাটারি বদলের জন্য একটি ছোট অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
হাসপাতালটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭৩ বছর বয়সি মীরা ভট্টাচার্য বুধবার সেখানে ভর্তি হন। ৩ জন হৃদ্রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর পেসমেকারের ব্যাটারি বদল করা হয়। চিকিৎসার পরিভাষায় অবশ্য এটিকে ‘রিপ্লেসমেন্ট অফ পালস জেনারেটর’ বলা হয়।