metro

Kolkata Metro: কালবৈশাখীর ঝড়ে টালিগঞ্জে মেট্রোর লাইনে পড়ল গাছ, গড়িয়া পর্যন্ত বিঘ্নিত পরিষেবা

কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে পড়ে মেট্রো লাইনে। কিছুক্ষণ বন্ধ ছিল টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে আপাতত পরিষেবা স্বাভাবিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৭:১৯
Share:

সাময়িক ভাবে ব্যাহত মেট্রো পরিষেবা। ফাইল চিত্র।

শনিবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে শহরের একাধিক জায়গায় ভেঙে পড়ল গাছ। আর এর প্রভাব পড়ে কলকাতা মেট্রো পরিষেবায়। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে একটি গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় মহানায়ক উত্তম কুমার থেকে নেতাজি মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল।তড়িঘড়ি উদ্ধারকাজে নামেন কর্মীরা।

Advertisement

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ আপ লাইনে একটি গাছ ভেঙে পড়ে। মহানায়ক উত্তম কুমার ও নেতাজি মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল। তবে ঘণ্টা খানেকের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement