তৈরি ফুলবাগান স্টেশন। ফাইল চিত্র।
লকডাউনের মধ্যেই যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে গত জুন মাসের মাঝামাঝি ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্প্রসারণের অনুমতি দিয়েছিলেন কমিশনার অব রেলওয়ে সেফটি। কিন্তু করোনা আবহে সারা দেশে মেট্রো চলাচলের অনুমতি পেতেই সেপ্টেম্বর মাস গড়িয়ে গিয়েছে। এই সময়ের মধ্যে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্প্রসারণের অনুমতির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ফের তা বাড়ানোর জন্য আবেদন করলেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রের খবর, গত ১৭ জুন তিন মাসের জন্য ওই অনুমতি মিলেছিল। সেই মতো বুধবার ওই অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য রেলওয়ে সেফটি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। বুধবার কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী জানান, তাঁরা এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এ দিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সোম এবং মঙ্গলবার সারা দিনে ৭২টি ট্রেনে যথাক্রমে ৮৩ এবং ৯৯ জন যাত্রী উঠেছিলেন। বুধবার যাত্রী-সংখ্যা বেড়ে হয় ২৩৪। তবে ট্রেনের সংখ্যা এখনই কমানো হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।