ফাইল ছবি।
রাজ্যে করোনার কারণে বিধিনিষেধ জারি করেছে রাজ্য। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি হয়েছে নৈশ কার্ফু। এই পরিস্থিতিতে কলকাতার মেট্রো রেল পরিষেবাতেও রদবদল হল। মেট্রো রেল সূত্রে খবর, রাতের পরিষেবা আধ ঘণ্টা এগিয়ে এনেছে তারা।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকালে পরিষেবা স্বাভাবিক থাকলেও রাতে ট্রেনের সময়সীমার কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। এবং রাত ৮টা ৪৮মিনিটে শেষ ট্রেন ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। এই সময়সীমা পরিবর্তন নিয়ে মেট্রোরেলের এক আধিকারিক বলেন, "রাজ্যে বিধিনিষেধ জারি হয়েছে। রাত সাড়ে ৯টায় শেষ ট্রেন, আবার রাত ১০টা থেকে নৈশ কার্ফু বলবৎ হচ্ছে। এই কারণেই ট্রেনের সময়ের পরিবর্তন করা হয়েছে।"
রবিবার নবান্ন জানিয়েছে, সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রো রেলও। ওই ঘোষণার পরই টোকেন আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। এ বার সময়েও পরিবর্তন নিয়ে এল।