ইতিমধ্যেই ডিজিটাল ভাড়ার তালিকা বসে গিয়েছে পার্ক স্ট্রিট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। পরবর্তীতে আরও ৮১টি এমন ডিজিটাল বোর্ড বসবে উত্তর-দক্ষিণ মেট্রোর ২৬টি স্টেশনে। এই ঝকঝকে ডিজিটাল বোর্ডে শুধু ভাড়ার তালিকাই নয়, বিভিন্ন সংস্থা তাতে বিজ্ঞাপনও দিতে পারবে।
নিজস্ব চিত্র।
কলকাতা মেট্রো এ বার আরও আধুনিক। স্টেশনে বসছে মেট্রো ভাড়ার ডিজিটাল তালিকা। ইতিমধ্যেই ডিজিটাল ভাড়ার তালিকা বসে গিয়েছে পার্ক স্ট্রিট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। পরবর্তীতে আরও ৮১টি এমন ডিজিটাল বোর্ড বসবে উত্তর-দক্ষিণ মেট্রোর ২৬টি স্টেশনে।
এই ঝকঝকে ডিজিটাল বোর্ডে শুধু ভাড়ার তালিকাই নয়, বিভিন্ন সংস্থা তাতে বিজ্ঞাপনও দিতে পারবে। ডিজিটাল প্রযুক্তির কারণে এই বোর্ড অনেক বেশি মানুষের দৃষ্টিতে ধরা দেবে বলেই বিশ্বাস মেট্রো কর্তাদের।