—প্রতিনিধিত্বমূলক চিত্র।
পারিবারিক অনুষ্ঠান থেকে স্ত্রী-কন্যাকে নিয়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক ধরে বাইকে বাড়ি ফিরছিলেন ওয়াহিদ মণ্ডল। চাপড়া থানা এলাকার সোনপুকুরে লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিন জন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওয়াহিদের স্ত্রী বিউটি খাতুন (২০) এবং তিন বছরের কন্যা আতিকা সুলতানার। ওয়াহিদ হাসপাতালে চিকিৎসাধীন। লরিটির খোঁজ শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
সোমবার তেহট্ট থানার মায়াপোতা এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওয়াহিদ, তাঁর স্ত্রী বিউটি এবং কন্যা আতিকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখান থেকে ফেরার সময় পিছন থেকে ধাক্কা দেয় ১০ চাকার একটি লরি। তিন জনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা বিউটিকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আতিকাকে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদ।
ওয়াহিদ বলেন, ‘‘বাইক চালানোর সময় হঠাৎ করে পিছন থেকে একটা ধাক্কা অনুভব করলাম। তার পরে কিছু ক্ষণ কিছু বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তত ক্ষণে সব শেষ।’’