প্রতীকী ছবি।
এসি রেক বিকল হওয়ায় বৃহস্পতিবার দুপুরে মেট্রো চলাচল ব্যাহত হল দমদম স্টেশনে। ঘটনার জেরে প্রায় মিনিট কুড়ি ট্রেন চলাচল বন্ধ থাকে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে। ভোগান্তি হয় যাত্রীদেরও।
এ দিন সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ দমদম স্টেশন থেকে একটি এসি মেট্রো কবি সুভাষ অভিমুখে রওনা হওয়ার সময়ে আচমকা বিকল হয়ে যায়। কিছু ক্ষণ অপেক্ষার পরে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দিয়ে সেটিকে চালু করার চেষ্টা শুরু হয়। তাতে মেট্রো স্টেশনে ভিড় বেড়ে যায়। তার ফলে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ পরে ওই ট্রেনটিকে নোয়াপাড়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে বেলা ১২টা ২০ নাগাদ নতুন একটি রেক যাত্রীদের নিয়ে রওনা হয়।
মেট্রো সূত্রে খবর, এসি -৩ মেট্রোর রেকটিতে আকস্মিক ভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় ‘নো মোটরিং’ এর সমস্যা হয়। দমদমে ডাউন লাইন আটকে থাকায় দমদমগামী আপ লাইনেও ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব ঘটে। আপ লাইনে একাধিক ট্রেনকে বিভিন্ন স্টেশনে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে দাবি করেছে মেট্রো। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এসি রেকে সাময়িক সমস্যার জন্য মেট্রো চলাচল বিঘ্নিত হলেও পরে তা ঠিক হয়ে যায়।’’