ফাইল চিত্র।
এ বছর দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে হাওড়া সিটি পুলিশ। এর মধ্যে বিসর্জন নিয়ে কয়েকটি কঠোর সিদ্ধান্ত আছে।
এ ছাড়াও দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে বিশেষ গোয়েন্দা দল তৈরি করা হয়েছে। মেয়েদের উত্ত্যক্ত করা রুখতে তৈরি হয়েছে মহিলা বাহিনী। কিছু এলাকায় তৈরি করা হচ্ছে ওয়াচ টাওয়ার। বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের তরফে শরৎ সদনে আয়োজিত সমন্বয় সভায় ঘোষণা করা হল এমনটাই।
ওই সভায় ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল, পুর কমিশনার বিজিন কৃষ্ণ-সহ সিটি পুলিশের পদস্থ কর্তারা। সভায় পুজোর গাইড উদ্বোধন করে হাওড়ার পুলিশ কমিশনার বলেন, “হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ বিশেষ দল তৈরি করেছে। সেই দল পুজোর সময়ে অপরাধ দমনের কাজ করবে। পুজোয় ইভটিজ়িং রুখতে তৈরি করা হয়েছে মহিলাদের দল। বিভিন্ন মণ্ডপে, যেখানে ভিড় বেশি হয়, সেই সব জায়গায় তাঁরা থাকবেন।’’
আরও পড়ুন: বিসর্জনে শোভাযাত্রা নয়, গাড়িতে সর্বাধিক ছ’জন
তিনি জানান, পুজোর সময়ে বিশেষ বিশেষ জায়গায় ড্রোনের মাধ্যমে মণ্ডপে নজরদারি চালানো হবে। এ ছাড়া, বেশ কিছু মণ্ডপে নজর রাখতে সহায়তা কেন্দ্র ছাড়াও তৈরি করা হবে ওয়াচ টাওয়ার। পুলিশ কমিশনার জানিয়েছেন, এ বছর বিসর্জনের শোভাযাত্রা হবে না। প্রতিমা নিরঞ্জনে যাবে একটিই গাড়ি। সেখানে থাকবেন সর্বাধিক ছ’জন ব্যক্তি।
এ দিনের সমন্বয় সভায় পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের ভিড় নিয়ন্ত্রণের জন্য ক্লাবগুলিকে স্বেচ্ছাসেবক রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের আলাদা করে চিহ্নিত করার ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি, উদ্যোক্তাদের মণ্ডপে রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া স্বাস্থ্য-বিধি নীতি মেনে চলতে হবে।