Suicide

আত্মঘাতীই হন প্রৌঢ়, অনুমান পুলিশের

রাতে হাওড়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০২:৩২
Share:

প্রতীকী চিত্র।

লিলুয়ার প্রৌঢ় অশোক দাসের (৫৬) রহস্য-মৃত্যুর তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই মনে করছে। মঙ্গলবার লিলুয়ার চকপাড়া কালীতলায় একটি ফ্ল্যাটের পাঁচতলা থেকে পড়ে গুরুতর জখম হন অশোকবাবু। রাতে হাওড়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে শুয়ে অশোকবাবু অভিযোগ করেছিলেন, তাঁকে তাঁর স্ত্রী উপর থেকে ঠেলে ফেলে দিয়েছেন। যদিও মৃতের পরিজনেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, যে ঘর থেকে পড়ে গিয়েছিলেন অশোকবাবু, সেই ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। ফলে সে ক্ষেত্রে কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছেন, এই যুক্তি খাটে না। সেই কারণেই পুলিশের অনুমান, ওই প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement