Jaguar Accident

জাগুয়ার দুর্ঘটনায় জামিন মূল অভিযুক্তের

ডিভিশন বেঞ্চ বলেছে, চিকিৎসকেরা রাঘিবকে ‘সুস্থ’ বলে ছাড়পত্র দিলে তিনি বাড়ি ফিরতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ০৪:০৫
Share:

ফাইল চিত্র

ঘটনার সাড়ে সাত মাস পরে জাগুয়ার-কাণ্ডে জামিন পেলেন মূল অভিযুক্ত রাঘিব পারভেজ। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাঘিবের জামিন মঞ্জুর করে। রাঘিব বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আইনজীবী রাজদীপ মজুমদার ও ফজলে আহমেদ জানান, ডিভিশন বেঞ্চ বলেছে, চিকিৎসকেরা রাঘিবকে ‘সুস্থ’ বলে ছাড়পত্র দিলে তিনি বাড়ি ফিরতে পারবেন।

Advertisement

সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, গত বছরের ১৬ অগস্ট রাতে একটি জাগুয়ার গাড়ি বিড়লা তারামণ্ডলের দিক থেকে শেক্সপিয়র সরণি ধরে কলামন্দিরের দিকে যাচ্ছিল। ওই সময়েই একটি মার্সিডিজ় বেঞ্জ যাচ্ছিল পার্ক স্ট্রিট থেকে মিন্টো পার্কের দিকে। লাউডন স্ট্রিটের মোড়ে জাগুয়ারের চালক, একটি নামী বিরিয়ানি চেনের মালিকের ছেলে রাঘিব তীব্র গতিতে এসে ধাক্কা মারেন মার্সিডিজ়ে। জাগুয়ারের ধাক্কা খেয়ে মার্সিডিজ়টি মোড়ের পুলিশ কিয়স্কে সজোরে ধাক্কা মারে। বৃষ্টিতে কিয়স্কের ছাউনির নীচে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের তিন নাগরিক। গাড়িটি তাঁদের দু’জনের ঘাড়ে গিয়ে পড়ে। কংক্রিটের স্তম্ভের উপরে থাকা কিয়স্কটিও হেলে যায়। গাড়ির ধাক্কায় গুরুতর জখম বাংলাদেশের দুই নাগরিক কাজি মহম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়াকে (৩০) এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

পুলিশ প্রথমে রাঘিবের ভাই আরসালানকে গ্রেফতার করেছিল। কিন্তু পরে তদন্তে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন রাঘিব। ঘটনার পরে তিনি দুবাই পালিয়ে গিয়েছিলেন। পাঁচ দিন পরে রাঘিব কলকাতায় ফিরতেই তাঁকে গ্রেফতার করে লালবাজার। একই সময়ে গ্রেফতার করা হয় রাঘিবের মামা মহম্মদ হামজাকে। পরে অবশ্য আরসালান ও হামজা জামিন পেয়ে যান।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement