Madan Mitra

Madan Mitra: মদনের নতুন গান ‘ওহ্ লাভলি ২’, বিধায়ক বললেন, ‘মদন দাদার নেই যে তুলনা’

‘‘রাজনৈতিক পরিস্থিতি শার্লক হোমস্ থেকে ফেলুদার থ্রিলারকেও হার মানিয়ে দিচ্ছে। সকালে এক চিত্র, বিকেলে আর এক।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৬:৪৬
Share:

মদন মিত্রের নতুন গানে বিজেপিকে কটাক্ষ। নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটের আগে দলের হয়ে প্রচারে বেরিয়ে গানের ভিডিয়ো তৈরি করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার পর পুজোয় গানের ভিডিয়ো করেছেন। কিছু দিন আগে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের কবিতার প্রেক্ষিতে পাল্টা ‘নীল গিরিগিটি’ কবিতা লিখে কটাক্ষ করেছেন কামারহাটির বিধায়ক। আবার নতুন গানের ভিডিয়ো নিয়ে হাজির মদন মিত্র। গানের নাম ‘ওহ্ লাভলি-২’। গানের কলি এ রকম, ‘মদন দাদার নেই যে তুলনা/তেরে নারে না রে না রে না, মদন দাদার নেই যে তুলনা।’ আবার আর এক জায়গায় রয়েছে, ‘বাতাসে রং লেগেছে/সবুজ আবিরে চার দিক ঢেকে গিয়েছে।’ এই গান নিয়ে মদন বলছেন, ‘সত্যিই যাঁরা তৃণমূলের সৈনিক, তাঁরা কাউকে পরোয়া করেন না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শার্লক হোমস্ থেকে ফেলুদার থ্রিলারকেও হার মানিয়ে দিচ্ছে। সকালে এক চিত্র, বিকেলে আর এক।’’

তার পর বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘‘ওরা ২৪, ২৪ করছেন। ২৪ ওল্টালে ৪২ হয় (রাজ্যের মোট লোকসভা কেন্দ্র)। কে কোন দল তৈরি করছে, কোন দল ভেঙে যাচ্ছে... আমরা যারা কর্মী তারা শুধু জানি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। দিল্লির লড়াইটা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement