Narendra Modi

মোদীর সফর ঘিরে নজর মা উড়ালপুলে

শহর থেকে প্রতিদিনই জঞ্জালবাহী প্রচুর গাড়ি ধাপায় আবর্জনা ফেলতে যায়। কিছু গাড়ি মাঝেমধ্যে মা উড়ালপুল ধরে যায় বলেও স্থানীয় সূত্রের খবর। কলকাতা পুলিশের তরফে তেমনই জানানো হয়েছে পুর প্রশাসনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০২:৫০
Share:

মা সেতু। ফাইল চিত্র

প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন জঞ্জালবাহী কোনও গাড়ি মা উড়ালপুলে উঠতে পারবে না। বৃহস্পতিবার থেকেই এ বিষয়ে নজর রাখতে বলা হয়েছে পুরসভাকে।

Advertisement

শহর থেকে প্রতিদিনই জঞ্জালবাহী প্রচুর গাড়ি ধাপায় আবর্জনা ফেলতে যায়। কিছু গাড়ি মাঝেমধ্যে মা উড়ালপুল ধরে যায় বলেও স্থানীয় সূত্রের খবর। কলকাতা পুলিশের তরফে তেমনই জানানো হয়েছে পুর প্রশাসনকে। তবে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সময়ে নিরাপত্তার খাতিরেই ওই সমস্ত গাড়িকে উড়ালপুলে উঠতে দেওয়া হবে না। পুরসভা সূত্রে অবশ্য জানানো হয়েছে, অনেক আগেই মা উড়ালপুলের উপর দিয়ে জঞ্জালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জঞ্জাল দফতর সূত্রের খবর, ওই উড়ালপুলে জঞ্জালের গাড়ি চলার কথা নয়। যে সব গাড়ি জঞ্জাল নিয়ে ধাপায় যায়, সেগুলি মা উড়ালপুলে উঠলে সংশ্লিষ্ট ঠিকাদারের বরাত বাতিল করে দেওয়া হবে।

তবে ওই উড়ালপুলের আশপাশের কিছু বাসিন্দা জানিয়েছেন, জঞ্জালবাহী গাড়ি যে একেবারেই ওঠে না, তা নয়। মাঝে মাঝেই দেখা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement