সরোবর বাঁচাতে প্রচার বিজ্ঞান মঞ্চের। বুধবার। নিজস্ব চিত্র
রবীন্দ্র সরোবরের দূষণ এবং পরিবেশ নিয়ে জন সচেতনতা বাড়াতে বুধবার সকালে সেখানে প্রচার অভিযান চলল। এই প্রচার অভিযানের মূল উদ্যোক্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এ দিনের অনুষ্ঠানে বিজ্ঞান মঞ্চের সদস্যেরা ছাড়াও ছিলেন প্রাতর্ভ্রমণকারীদের কয়েক জন। প্রাতর্ভ্রমণকারীদের বক্তব্য, দূষণের কারণেই রবীন্দ্র সরোবরের মতো জাতীয় সরোবর নষ্ট হতে চলেছে। সুতরাং যে ভাবেই হোক সরোবরের জল দূষণ-মুক্ত করতে হবে। সে জন্য যা যা পদক্ষেপ করার প্রয়োজন তা নিতে হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি তপন সাহা বলেন, ‘‘রাজ্যের গর্ব এই জাতীয় সরোবর। সুতরাং এই সরোবরকে রক্ষা করতে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। বেশ কয়েক বছর আগে সরোবরের পাড় বাঁধানোয় এমনিতেই বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে। এর পরেও সাধারণ মানুষ পুজোর নামে তেল-ঘিয়ের মতো জিনিস জলে ফেললে সরোবর ধ্বংস হয়ে যাবে। আমরা এই দূষণের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি।’’
কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) এক আধিকারিক বলেন, ‘‘সরোবর চত্বর থেকে ছটের যাবতীয় বর্জ্য পরিষ্কার করা হয়েছে। জলের কী অবস্থা তা জানতে নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’’