E-rickshaw

সাতসকালে রিকশা চালিয়ে কোথায় গেলেন মেয়র ফিরহাদ হাকিম

খোদ কলকাতার মেয়রকে এ ভাবে শহরের রাস্তায় ই-রিকশা চালাতে দেখে সকলেই অবাক!

Advertisement

সোমনাথ মণ্ডল

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৫
Share:

শহরের রাস্তায় ই-রিকশা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র।

সকালের ব্যস্ত রাস্তা। পথচলতি মানুষের ভিড়। কেউ যাচ্ছেন অফিস, কেউ বা কাজে। অনেকে আবার শনিবারের বাজার সারতে বেরিয়েছেন। হঠাৎই সকলের চোখ আটকে গেল, একটি ই-রিকশায়। প্রত্যেকেই ভাবছেন, ঠিক দেখছি তো!

Advertisement

রিকশায় পিছনের আসনে বসে রয়েছেন এক যাত্রী। আর কোর্ট-প্যান্ট, গলায় উত্তরীয় পরে সেই রিকশা চালাচ্ছেন ফিরহাদ হাকিম। খোদ কলকাতার মেয়রকে এ ভাবে শহরের রাস্তায় ই-রিকশা চালাতে দেখে সকলেই অবাক! রিকশা চালিয়ে কোথায় যাচ্ছেন মেয়র?

খোঁজখবর নিয়ে উৎসাহীরা জানলেন, এ দিন পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ডে বেহালার রায় বাহাদুর রোডে বেশ কয়েক জনের হাতে ই-রিকশার চাবি তুলে দিতে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের শুরুতে মেয়র নিজেই একটি ই-রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়েন।

Advertisement

আরও পড়ুন: বিয়েতে অরাজি! দিল্লিতে মহিলা পুলিশকর্মীকে গুলি করে খুন, পরে আত্মঘাতী ব্যাচমেট

আরও পড়ুন: করোনাভাইরাসে উহানে মৃত্যু প্রথম বিদেশি নাগরিকের, মৃতের সংখ্যা বেড়ে ৭২৪, আক্রান্ত ৩৪ হাজারেরও বেশি

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিংহ এবং মেয়র পারিষদ তারক সিংহের উদ্যোগে এ দিনের ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই শুরুতে মেয়র রিকশা চালিয়েছেন। আর মেয়র নিজে কিছু ক্ষণ ওই রিকশা চালানোর পর বলেন, “গরিব মানুষকে অনেক কষ্ট করে রিকশা চালাতে হয়। তাঁদের হাতে ই-রিকশা তুলতে দিতে ভাল লাগছে। ওদের কষ্ট কমবে। এই সুযোগে আমিও একটু রিকশা চালিয়ে নিলাম। ওঁদের কষ্ট ভাগ করে নিলাম।”

উদ্যোক্তাদের অন্যতম তারক জানিয়েছেন, অনেক বয়স্ক মানুষ রয়েছেন, তাঁরা আর প্যাডেল করে রিকশা চালাতে পারেন না। তাঁর কথায়, ‘‘ওই বয়স্কদের পরিবার রয়েছে। সে সব কথা মাথায় রেখে এ দিন ১৭ জনের হাতে ই-রিকশার চাবি তুলে দেওয়া হল। মেয়র নিজে ই-রিকশা চালিয়েছেন এ দিন। আশপাশের এলাকার আরও কয়েক জনকে ই-রিকশা দেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement