পুর-অধিবেশনে কক্ষত্যাগ বামেদের

এক মাস আগের অধিবেশন কক্ষে মেয়রের এক মন্তব্যকে ঘিরে বুধবার উত্তাল হল পুরসভার ডিসেম্বরের অধিবেশন। গত অধিবেশনে এক প্রশ্নোত্তরের জবাবে বাম কাউন্সিলরদের উদ্দেশে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতা আন্দোলনে বামেরা ব্রিটিশের চর ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০০:৪৯
Share:

এক মাস আগের অধিবেশন কক্ষে মেয়রের এক মন্তব্যকে ঘিরে বুধবার উত্তাল হল পুরসভার ডিসেম্বরের অধিবেশন। গত অধিবেশনে এক প্রশ্নোত্তরের জবাবে বাম কাউন্সিলরদের উদ্দেশে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতা আন্দোলনে বামেরা ব্রিটিশের চর ছিল। মেয়রের ওই বক্তব্য অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য আগেই চেয়ারপার্সন মালা রায়ের কাছে আর্জি জানিয়েছিলেন বাম কাউন্সিলরেরা। কিন্তু এ দিন অধিবেশন কক্ষে এসে দেখেন তা বাদ দেওয়া হয়নি। তাতেই ক্ষেপে ওঠেন বামেরা। চেয়ারপার্সনের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’ র অভিযোগ তুলে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘‘বিকৃত বা অশালীন শব্দ বাদ দেওয়া হয়ে থাকে। মেয়র যা বলেছেন তা ইতিহাসগত। তাই বাদ দেওয়ার প্রশ্ন নেই।’’

Advertisement

বাম ও কংগ্রেস কাউন্সিলরেরা অধিবেশন বয়কট করলেও হাজির ছিলেন বিজেপি-র তিন কাউন্সিলর। সেখানেই তৃণমূলের পক্ষে এলাকা ভিত্তিক করের দ্রুত বাস্তবায়নে প্রস্তাব আনেন ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। পরে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, বেশি কর চাপানো হয়েছে বলে যাঁরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁদের রেহাই দিতে হার্ডশিপ রিমুভাল কমিটি হচ্ছে। সংশ্লিষ্ট করদাতাদের শুনানিতে ডেকে ইতিবাচক পদক্ষেপ করার ভার দেওয়া হবে কমিটিকে। তাতে করদাতার সাশ্রয় হবে এবং পুরসভারও বকেয়া কর আদায় হবে বলে মনে করছেন মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement