বামফ্রন্টের বাইরে পৃথক ভাবে লড়াইয়ের কথা আগেই ঘোষণা করেছিলেন সমাজবাদী পার্টির কিরণময় নন্দ। এ বার তাঁর হাত ধরলেন সিপিএম থেকে বহিষ্কৃত নেতা লক্ষ্মণ শেঠ। কিরণময়বাবুর সমাজবাদী পার্টি এবং লক্ষ্মণবাবুর ‘ভারত নির্মাণ পার্টি’ নিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ জোট প্রাথমিক ভাবে ৬০টি আসনে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই দুই দল ছাড়াও এস পি তিওয়ারির (তাঁকেও বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছিল ফরওয়ার্ড ব্লক) নেতৃত্বে সমাজবাদী ফরওয়ার্ড ব্লক এবং গণতান্ত্রিক কমিউনিস্ট পার্টি এই জোটে রয়েছে।
কিরণময়বাবু মঙ্গলবার বলেন, ‘‘সিপিএম কংগ্রেসের সঙ্গে যে জোট করেছে, তা অনৈতিক। আমরা তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে।’’ লক্ষ্মণবাবুর দল পূর্ব মেদিনীপুরে ১৩টি আসনে প্রার্থী দেবে। এই জেলায় সমাজবাদী পার্টি প্রার্থী দেবে ৩টি আসনে। তিওয়ারি নিজে প্রার্থী হচ্ছেন জগদ্দল আসনে। তাঁর দল লড়ছে ১৫টি আসনে। লক্ষ্মণবাবু জানান, ভবিষ্যতে তিনি তমলুক লোকসভা আসনে লড়তে পারেন। তাই বিধানসভা ভোটে লড়ছেন না।