প্রতীকী ছবি।
জমি নিয়ে বিবাদের সমাধানের জন্য ডাকা হয়েছিল সালিশি সভা। সেখানে বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সামনেই জমির মালিক ও তাঁর এক আত্মীয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের কয়েক জন সদস্যের বিরুদ্ধে। শনিবার, বারুইপুর থানা এলাকার শাঁখারিপুকুরে।
পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় পৈতৃক প্রায় আট বিঘা জমি রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা দফতরের কর্মী সুনীল নস্করের। সুনীলবাবু ছাড়া তাঁর আরও তিন ভাই জমির অংশীদার। অভিযোগ, জমিটি সুনীলবাবুদের নয়, এই দাবি তুলছিল স্থানীয় ক্লাব। এর পরেই সুনীলবাবু বিষয়টি জানান মুখ্যমন্ত্রীর দফতর-সহ প্রশাসনের সর্বত্র। জমিটি বারুইপুর (পশ্চিম) বিধানসভার অন্তর্গত, যেখানের বিধায়ক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার সমস্যা মেটাতে তাঁর বদলে এলাকায় যান বারুইপুর (পূর্ব) বিধানসভার বিধায়ক নির্মল মণ্ডল ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। তাঁদের উপস্থিতিতে সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সেখানে ক্লাবের সদস্যেরা সুনীলবাবুদের মারধর করেন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়।
শ্যামসুন্দরবাবু বলেন, ‘‘জমি দখল ঘিরে মারামারির ঘটনা ঘটেছে। জমির সমস্যা মেটানোর প্রক্রিয়া চলছে।’’ বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘জমির ব্যাপারে খোঁজ নিচ্ছি। তদন্ত চলছে।’’