Ayodhya Ram Temple Inauguration Ceremony

রামমন্দির উদ্বোধন ঘিরে শহরে বাড়তি সতর্কতা লালবাজারের

পুলিশ সূত্রের খবর, ওই দিন শহরে রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে কোথাও কোনও অনুষ্ঠান আছে কি না, সে দিন স্কুল খোলা থাকছে কি না— তা প্রতিটি থানার কাছে লালবাজারের তরফে জানতে চাওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ০৯:১০
Share:

লালবাজার। —ফাইল চিত্র।

আগামী সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষে শহরের আইনশৃঙ্খলার যাতে কোনও অবনতি না হয়, তার জন্য সচেষ্ট হল লালবাজার। পুলিশ সূত্রের খবর, ওই দিন শহরে রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে কোথাও কোনও অনুষ্ঠান আছে কি না, সে দিন স্কুল খোলা থাকছে কি না— তা প্রতিটি থানার কাছে লালবাজারের তরফে জানতে চাওয়া হয়েছে।

Advertisement

পুলিশের এক কর্তা জানান, শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা ব্যবস্থা নেওয়ার, সব কিছুই নেওয়া হবে। ওই দিন সকাল থেকে এলইডি টিভিতে অযোধ্যার অনুষ্ঠান দেখানোর সঙ্গেই রামপুজো, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। তাতে অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে লালবাজারের তরফে এখনও কিছু জানানো হয়নি। শহরের সংবেদশীল বিভিন্ন এলাকায় সোমবারের আগে থেকেই বাহিনী মোতায়েন করা হতে পারে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন। সূত্রের খবর, গত দু’বছর ধরে শহর এবং জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বার যাতে তেমন কিছু না হয়, সে জন্যই লালবাজার আগেভাগে সচেষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। পুলিশের অনুমান, শহরে ওই দিন একাধিক কর্মসূচি নেওয়া হবে। সে দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন, যা হাজরা মোড় থেকে শুরু হয়ে শেষ হবে পার্ক সার্কাস ময়দানের সভায়। সূত্রের খবর, মিছিলের যাত্রাপথে রামমন্দির উদ্বোধন ঘিরে যাতে কিছু অপ্রীতিকর না ঘটে, সে জন্য থানাগুলিকে খোঁজ নিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement