Kolkata Police

Kolkata Police:খরচে রাশ টানতে বৈদ্যুতিক গাড়ি লিজ় নিচ্ছে লালবাজার

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই গাড়িগুলি মূলত নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হতে পারে। গাড়ি হাতে আসার পরেই সব কিছু চূড়ান্ত হবে। 

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ০৬:১২
Share:

পেট্রলের পরে কলকাতায় সেঞ্চুরি করেছে ডিজ়েলও। সব কিছুতেই জ্বালানির ছেঁকা প্রকট হচ্ছে। পুলিশের গাড়িও ব্যতিক্রম নয়। এই অবস্থায় জ্বালানির খরচ বাঁচাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিল লালবাজার। ইতিমধ্যেই এই ধরনের গাড়ি লিজ়ে নেওয়ার বিষয়ে ছাড়পত্র মিলেছে নবান্নের তরফে। দরপত্রের প্রক্রিয়াও শেষ। পুলিশকর্তাদের আশা, শীঘ্রই ২২৬টি বৈদ্যুতিক গাড়ি লালবাজারের হাতে আসবে। পুলিশের দাবি, পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করা হলে বায়ু ও শব্দদূষণ কমবে। সেই সঙ্গে বছরে কয়েক কোটি টাকা সাশ্রয় হবে।

Advertisement

সূত্রের খবর, পেট্রল-ডিজ়েলের ব্যবহার কমাতে মাসখানেক আগেই বৈদ্যুতিক গাড়ি লিজ় নেওয়ার জন্য কলকাতা পুলিশের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছিল। পুজোর আগে ছাড়পত্র এসে পৌঁছয়। রাজ্য স্বরাষ্ট্র দফতরের সচিবালয়ের চিঠিতে জানানো হয়েছে, এর জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার পরেই লালবাজারের তরফে ২২৬টি বৈদ্যুতিক গাড়ি আট বছরের লিজ়ে নেওয়ার জন্য যোগাযোগ করা হয় সরকারি সংস্থা ইসিএলের সঙ্গে। মূলত টাটার তরফে ওই গাড়ি সরবরাহ করার কথা। এক পুলিশকর্তা জানান, প্রক্রিয়াগত যাবতীয় কাজ শেষ। কবে গাড়িগুলি লালবাজারের হাতে এসে পৌঁছবে, তার খোঁজ রাখার জন্য অতিরিক্ত কমিশনার পদমর্যাদার এক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের হাতে প্রায় চার হাজার গাড়ি রয়েছে। সেগুলির মধ্যে বেশ কিছু গাড়ি ১৫ বছরের বেশি পুরনো। ফলে আদালতের নির্দেশ মতো তা বাতিলের মুখে। মূলত সেই কারণেই যত শীঘ্র সম্ভব পরিবেশবান্ধব গাড়ি আনার উপরে জোর দেওয়া হয়েছে বলে খবর। এই গাড়িগুলির জন্য ছ’টি জায়গায় ‘হাই স্পিড চার্জিং পয়েন্ট’ করারও পরিকল্পনা আছে। পাশাপাশি, দ্রুত যে কোনও জায়গা থেকেও গাড়িতে চার্জ দেওয়া যাবে।

Advertisement

নবান্ন সূত্রের খবর, ডিজ়েল কিনতে যেখানে খরচ হচ্ছে ১০০ টাকার বেশি, সেখানে বৈদ্যুতিক গাড়িগুলির ক্ষেত্রে প্রতি কিলোমিটারে খরচ পড়ার কথা আট টাকা। ওই গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও তুলনায় অনেক কম। পুলিশের এক আধিকারিক জানাচ্ছেন, বর্তমানে জ্বালানির দাম অনুযায়ী হিসাব করলে ২২৬টি পরিবেশবান্ধব গাড়ি কেনার পরে আট বছরে প্রায় ৪০ কোটি টাকা সাশ্রয় হবে। সঙ্গে কমবে দূষণও।

তবে ওই গাড়িগুলি কোথায় দেওয়া হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি লালবাজার। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই গাড়িগুলি মূলত নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হতে পারে। গাড়ি হাতে আসার পরেই সব কিছু চূড়ান্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement