Kolkata Police

স্কুলগাড়ি চালকদের নিয়ে কর্মশালা পুলিশের

উল্লেখ্য, রাজীব কুমার কলকাতার নগরপাল থাকার সময়ে এমন কর্মশালা নিয়মিত হত। কিন্তু অভিযোগ, কোনও এক অজ্ঞাত কারণে পরে তা বন্ধ হয়ে যায়।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৭:৩৫
Share:

পুল কারে উঠছে স্কুল পড়ুয়ারা। —ফাইল চিত্র।

সম্প্রতি শহরে একই দিনে দুর্ঘটনার কবলে পড়েছিল পড়ুয়া-সহ একটি স্কুলগাড়ি ও স্কুলবাস। ধাপা রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে স্কুলগাড়ি ধাক্কা মারায় জখম হন গাড়িচালক ও দুই ছাত্রী। তাদের মধ্যে এক ছাত্রীর পায়ে পরে অস্ত্রোপচার করতে হয়। আবার, পঞ্চসায়র থানা এলাকায় স্কুলবাসের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন এক সাইকেল আরোহী। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, প্রথম ঘটনায় স্কুলগাড়ি চালকের ভুলে ঘটেছিল দুর্ঘটনা। এর পরেই স্কুলগাড়ির চালক ও মালিকদের নিয়ে
কর্মশালা করার নির্দেশ দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের ২৬টি ট্র্যাফিক গার্ডকে এই কর্মশালা করার জন্য বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, রাজীব কুমার কলকাতার নগরপাল থাকার সময়ে এমন কর্মশালা নিয়মিত হত। কিন্তু অভিযোগ, কোনও এক অজ্ঞাত কারণে পরে তা বন্ধ হয়ে যায়। লালবাজারের সাম্প্রতিক নির্দেশ মেনে সোমবার ১০০ জন স্কুলগাড়ি চালক ও মালিকদের নিয়ে কর্মশালা করল পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ড। একই সঙ্গে এ দিন টালিগঞ্জ ট্র্যাফিক গার্ডের তরফেও কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে স্কুলগাড়ি চালকেরা ছাড়াও পড়ুয়ারা অংশগ্রহণ করে।

লালবাজার জানিয়েছে, পড়ুয়াদের নিয়ে কী ভাবে চালকেরা যাতায়াত করবেন, কর্মশালায় তা শেখানোর পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ যাতে ঠিক মতো হয়, সে দিকে
বিশেষ ভাবে নজর দিতে বলা হয়েছে। এরই সঙ্গে স্কুলে যাওয়ার পথে পড়ুয়ারা গাড়িতে ঠিক মতো উঠল কিনা, অথবা ছুটির পরে তারা বাড়ির কাছে নামার সময়ে আশপাশে কোনও গাড়ি আছে কিনা, লক্ষ রাখতে বলা হয়েছে সে দিকেও। এক পুলিশকর্তা জানান, এ দিনের কর্মশালায় পার্ক সার্কাস এলাকার একাধিক স্কুলের স্কুলগাড়ি চালক এবং মালিকেরা উপস্থিত ছিলেন। চালকদের ভুলে কোথায় কোথায় দুর্ঘটনা ঘটেছে এবং আগামী দিনে তেমন দুর্ঘটনা ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সে সবই হাতেকলমে দেখানো হয়েছে।

Advertisement

ট্র্যাফিক গার্ডগুলিকে লালবাজারের আরও নির্দেশ, স্কুল ছুটির সময়ে সেখানে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীদের বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, বেহালায় লরির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর পরে প্রতিটি গার্ডের ওসি বা অতিরিক্ত ওসিদের স্কুলের সামনে মোতায়েন থাকার জন্য বলা হয়েছিল। সে কথাই আরও এক বার স্মরণ করিয়ে
দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। আরও বলা হয়েছে, স্কুলের সামনে গাড়ি বা বাস থেকে নামার সময়ে যাতে পড়ুয়ারা কোনও অসুবিধার সম্মুখীন না হয়, সে দিকে নজর রাখতে হবে।

পুলিশ জানিয়েছে, ইদানীং বিভিন্ন গাড়িতে কালো কাচ ব্যবহারের ঝোঁক বেড়েছে। তা ঠেকাতে বাস এবং ছোট গাড়িতে কালো কাচের বিরুদ্ধে অভিযান চালাতে বলা হয়েছে। মূলত মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন পদক্ষেপের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সেই মতো ব্যবস্থাও গ্রহণ করেছে প্রতিটি ট্র্যাফিক গার্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement