Crime

ব্যবসায়ীর থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের আরও এক কনস্টেবল

পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার কনস্টেবল দেবাশিস দাসকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই অভিযোগে আরও এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ২২:০২
Share:

মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। প্রতীকী ছবি।

মাস দুয়েক আগে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের আরও এক কনস্টেবল। অভিযোগ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ওই অভিযুক্ত আর এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেন। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার কনস্টেবল দেবাশিস দাসকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই অভিযোগে আরও এক কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের কাছে ওই ব্যবসায়ীর অভিযোগ, গত অগস্টে মধ্য কলকাতার তালতলা এলাকায় ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন তিনি। সে সময় তল্লাশির অজুহাতে তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা ছিনিয়ে নেন ওই দু’জন কনস্টেবল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement