নগরপাল মনোজ বর্মা। —ফাইল চিত্র।
কসবা-কাণ্ডের পরে শহর থেকে অস্ত্র এবং গুলি উদ্ধারে জোর দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি বাহিনীর আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন। কসবা-কাণ্ডের পরে মোট চার জন গ্রেফতার হলেও শহরে প্রকাশ্যেই দুষ্কৃতীদের অস্ত্র নিয়ে ঘোরাঘুরির জেরে সমালোচনার মুখে পড়ে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এ দিনের বৈঠকে সরাসরি কসবা প্রসঙ্গ না তুলেও অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করার জন্য বাহিনীকে বলেছেন পুলিশকর্তারা। গোয়েন্দা বিভাগের পাশাপাশি থানাগুলিকেও এর জন্য সচেষ্ট হতে বলা হয়েছে। গোয়েন্দা নেটওয়ার্ক আরও জোরদার করার জন্য বাহিনীকে বলেছেন পুলিশকর্তারা। এলাকায় কোনও বিশিষ্ট ব্যক্তি থাকলে তাঁর নিরাপত্তায় যাতে ঘাটতি না থাকে, তা-ও দেখতে বলা হয়েছে। পাশাপাশি, বলা হয়েছে, বাইরে থেকে কেউ এসে থাকতে শুরু করলে তাঁর সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে হবে। পুলিশ সূত্রের খবর, এ দিনের বৈঠকে নগরপাল অস্ত্রের পাশাপাশি মাদক বাজেয়াপ্ত করার উপরেও
জোর দিয়েছেন। সেই সঙ্গে সাইবার অপরাধে খোয়া যাওয়া টাকা উদ্ধারের হার বাড়ানোর নির্দেশও তিনি বাহিনীকে দিয়েছেন।