প্রায় একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো শহরের পথে নামিয়েছিল রাজ্য পরিবহণ নিগম। ২০টি বাসের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি সংস্থার হাতে। কিন্তু সেগুলোর যাত্রী সংখ্যা ক্রমেই তলানিতে ঠেকায় উৎসাহ হারাচ্ছিল সংস্থা। তাই মেয়াদ ফুরোতেই সেগুলোর দায়িত্ব পরিবহণ নিগম নিজের হাতেই তুলে নিয়েছে। আপাতত তাদের পাখির চোখ ওই বাসগুলোকে লাভের মুখ দেখানো।
গল্ফগ্রিন থেকে সেক্টর ফাইভ হয়ে বিমানবন্দর পর্যন্ত চলা এসি-৪৩ রুটকে মডেল করেই দক্ষিণ কলকাতায় আরও রুট সাজাতে চায় রাজ্য পরিবহণ নিগম। পরিবহণ নিগম সূত্রে খবর, গল্ফগ্রিন ও বিমানবন্দরের মধ্যে চলাচলকারী ওই রুটে গত কয়েক মাসে যাত্রী বাড়ছে। প্রায় এক বছর আগে নিগমের তরফে স্মার্ট কার্ড চালু হয়। সূত্রের খবর, প্রায় ৩৫০ জন যাত্রী রোজ তা ব্যবহার করেন। প্রতি সপ্তাহে বাস পিছু প্রায় ১০ হাজার টাকার রিচার্জ হয়। এ দেখে উৎসাহিত নিগম সকাল ৮টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট ও ৯টা ১০ মিনিটে গল্ফগ্রিন থেকে পরপর চারটি বাস দিচ্ছে। বিকেলে ৫টা ৩০ মিনিট, ৬টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টায় বিমানবন্দর থেকে তিনটি বাস ছাড়ে। দফতর সূত্রে খবর, এর পরেও ওই রুটে আরও বাস বাড়ানোর দাবি রয়েছে।
নিগমের অভিযোগ, দক্ষিণ কলকাতায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসের একাধিক রুট থাকলেও গল্ফগ্রিন-বিমানবন্দর রুটের মতো নিয়মিত যাত্রী সেগুলোতে মেলে না। এর কারণ ব্যাখ্যা করছেন রাজ্য পরিবহণ নিগমের এক কর্তা। তিনি বলেন, ওই রুটের অধিকাংশ যাত্রী সল্টলেক এবং নিউ টাউনের তথ্যপ্রযুক্তি কর্মী। ওই রুটের ‘প্রযুক্তিনির্ভর’ নিত্যযাত্রীরা নিজেদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলেছেন। বাসের যাত্রাপথের ধারাবিবরণী বা যে কোনও সমস্যা সংক্রান্ত তথ্য সেখানে প্রতিনিয়ত দেন তাঁরা। পাশাপাশি সরাসরি পরিবহণ নিগমকেও সমস্যার কথা জানান।
এ সব দেখেই উৎসাহিত নিগম নিজেদের হাতে তুলে নিচ্ছে ২০টি বাসের দায়িত্ব। রাজ্য পরিবহণ নিগম সূত্রে খবর, টালিগঞ্জ থেকে বিমানবন্দর এবং টালিগঞ্জ থেকে নিউ টাউনের মধ্যে দু’টি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে চুক্তির ভিত্তিতে দেওয়া হয়েছিলে। কিন্তু লোকসানে চলা সব কটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস গত মাসে ফিরিয়ে নেওয়া হয়।
সম্প্রতি টালিগঞ্জ-বিমানবন্দর (ভি-১) রুটে রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানো শুরু হয়েছে। নিউ টাউন-টালিগঞ্জ (ভি-৯) রুটেও বাস চালু করা হবে। সাঁতরাগাছি-বিমানবন্দরের (ভি-২) মধ্যে চলা রুটেও পরিবহণ নিগম নিজেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালাতে চায়। আর এ সবেরই মূলে ৪৩ রুটের সাফল্য। ওই রুটের যাত্রীদের পথে হেঁটেই নিগমও চায় নিজস্ব যোগাযোগ তৈরি করতে। সে জন্য হোয়াটসঅ্যাপে হেল্পলাইন নম্বর জানানো হচ্ছে যাত্রীদের। যাতে যে কোনও সমস্যায় যাত্রীরা নিগমের সাহায্য পেতে পারেন।
রাজ্য পরিবহণ নিগমের এক কর্তা বলেন, “নিয়মানুবর্তিতা মেনে বাস চালানো হবে প্রথম শর্ত। পাশাপাশি নিত্যযাত্রী পেলে তাঁদের মাধ্যমে প্রচার হলে অন্যরাও ওই বাসে উঠতে উৎসাহী হবেন। গল্ফগ্রিনের সাফল্য এ পথেই আসছে।”