প্রতীকী ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে একের পর এক র্যাগিংয়ের ঘটনা ঠেকাতে এ বার ছাত্রাবাসে স্থায়ী সুপার নিয়োগ-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিল সিন্ডিকেট। সোমবার উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, সিদ্ধান্ত হয়েছে ১৬টি ছাত্রাবাসেই স্থায়ী সুপার নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে। পাশাপাশি র্যাগিংয়ের অভিযোগ ঘিরে এ মাসের শুরুতে রাজাবাজার সায়েন্স কলেজে যাঁদের নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল তাঁদের দু’জনকে শো-কজ করা হচ্ছে বলে জানান তিনি।
কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে একের পর এক র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের দাবি, যাঁরা আবাসিক নন, অথচ ছাত্রাবাসের কাছাকাছি থাকেন তাঁরাও ভিড় জমান সেখানে। উপাচার্য জানিয়েছেন, সিন্ডিকেট মনে করেছে ছাত্রাবাসগুলিতে সেই অর্থে কোনও ‘মাথা’ না থাকায় এ রকম হচ্ছে। তাই অভিভাবক হিসেবে সুপারদের নিয়োগ করা হচ্ছে।
তবে র্যাগিংয়ের অভিযোগ ওঠার পরে ক্যাম্পাসে যে ভাবে প্লেসমেন্টের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেটা একেবারেই অনভিপ্রেত বলে মনে করছেন কর্তৃপক্ষ। কারণ প্লেসমেন্ট অফিসার নিয়োগের বিষয়টি সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে সেই প্রক্রিয়াও চলছে বলেও জানান উপাচার্য। প্রসঙ্গত, ওই আন্দোলনে যাঁরা নেতৃত্ব দিচ্ছিলেন তাঁদের মধ্যে একজন র্যাগিংয়ে অভিযোগকারী ছাত্রকে উপাচার্যের ঘনিষ্ঠের আত্মীয়ের নাম করে শাসিয়েছিলেন বলে অভিযোগ। ওই পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর নেতা এবং ওই র্যাগিংয়ের অন্যতম অভিযুক্ত। এর সঙ্গে শো-কজ করা হয়েছে আরও এক জনকে। তিনি পিজি মেন ছাত্রাবাসে থাকলেও আদতে আবাসিক নন।
উপাচার্য বলেন, ‘‘দুই পড়ুয়াকে শো-কজ করে জানতে চাওয়া হবে কেন তাঁদের একটি সিমেস্টার সাসপেন্ড করা হবে না? সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তাঁদের সাসপেন্ড করা হবে।’’ চলতি মাসের প্রথমে যে ভাবে গোটা ক্যাম্পাস স্তব্ধ করে শিক্ষকদের এবং ক্যাশের গাড়ি আটকে রাখা হয়েছিল তা পড়ুয়াসুলভ আচরণ নয় বলেই মত কর্তৃপক্ষের।
উপাচার্য জানান, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে নিউ ল’কলেজ হস্টেল শুধুমাত্র প্রথম বর্ষের জন্য করা হবে। দ্বিতীয় বর্ষ হলেই ছাড়তে হবে ওই ছাত্রাবাস। এই পদক্ষেপ সফল হলে ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস করা হতে পারে বলে আশ্বাস দেন তিনি।
বিভিন্ন ছাত্রাবাস পরিদর্শন করে মদের বোতল উদ্ধার হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের একাংশের। তাই ছাত্রাবাসের ভিতরে মদ্যপান সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হচ্ছে।